নতুন কেন্দ্রীয় কারাগারে যা থাকছে

শুক্রবার, ২৯ জুলাই ২০১৬ , ০৪:২১ পিএম


নতুন কেন্দ্রীয় কারাগারে যা থাকছে

শুক্রবার থেকে শুরু হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তর প্রক্রিয়া। শুক্রবার ও শনিবার দুইদিনে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে বন্দী স্থানান্তর হবে কেরানীগঞ্জে নতুন কেন্দ্রীয় কারাগারে।বন্দীদের নেয়ার জন্য দেশের বিভিন্ন কারাগার থেকে আনা একশটি প্রিজন ভ্যান ব্যবহার করা হচ্ছে। একই সাথে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গত ১০ এপ্রিল কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ১৯৪ একর জমির উপর নির্মিত ৪ হাজার ৫৯০ বন্দী ধারণ ক্ষমতার কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর ব্যয় ধরা হয়েছে ৪০৬ কোটি ৩৫ লাখ টাকা। নতুন এ কারাগারের নির্মাণ শুরু হয় ২০০৭ সালে।

বিজ্ঞাপন

এ কারাগারের সব ভবনের নামকরণ করা হয়েছে নদী ও ফুলের সঙ্গে মিশিয়ে। দেশের প্রধান প্রধান নদী পদ্মা, যমুনা, করোতোয়া নামকরণ করা হয়েছে তিনটি ভবনের। বকুল, শাপলা ও চম্পাকলি রাখা হয়েছে অপর তিন ভবনের।

২ হাজার ৮২৬ বন্দী ধারণক্ষমতার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার নির্মিত হয়েছিল ১৭৮৮ সালে। সোয়া ২শ বছর আগে স্থাপিত পুরান ঢাকার এ কারাগারে বর্তমানে বন্দীর সংখ্যা  ধারণ ক্ষমতার প্রায় তিনগুণ বেশি।কেরানীগ​েঞ্জ নির্মাণাধীন কেন্দ্রীয় কারাগার l ছবি: প্রথম আলো

বিজ্ঞাপন

নতুন কারগারের পেরিমিটার দেয়ালের ভেতর তিন হাজার বিচারাধীন বন্দী ওয়ার্ড রয়েছে। সাজাপ্রাপ্ত বন্দী ওয়ার্ড রয়েছে এক হাজার। বিপদজনক বন্দী সেল রয়েছে ৪০০। কিশোর বন্দী ভবন রয়েছে একটি, যাতে একশ কিশোর বন্দী থাকার ব্যবস্থা আছে। এছাড়া একটি শ্রেণিপ্রাপ্ত বন্দী ভবন রয়েছে, যাতে থাকার ব্যবস্থা আছে ৬০ (ভিআইপি) বন্দীর। এমআই ইউনিটে থাকতে পারবে ২০ বন্দী।

কারাগারের ভেতরে একটি অত্যাধুনিক ফাঁসির মঞ্চ রয়েছে। ওই মঞ্চে এক সঙ্গে দুই দণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর করা যাবে।

এছাড়া একটি জেলা স্কুল অ্যান্ড লাইব্রেরি, আটটি রান্না ঘর, ১৬টি ডে-টাইম বাথিং, একটি ওয়ার্ক সেল, একটি সেলুন, একটি আটার কল, একটি কেইস টেবিল, ১০টি পানির রিজার্ভার, ১০টি পাম্প হাউজ রয়েছে। পুরো কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিতে থাকছে ৪৮টি সিসিটিভি, ইলেকট্রনিক বারবেড ওয়ার ফেন্সিং।

বিজ্ঞাপন

পেরিমিটার দেয়ালের বাইরে ১২৩০ দশমিক ৯৬ আয়তনের একটি চার তলা ভীতে ২ তলার প্রশাসনিক ভবন রয়েছে। সাক্ষাৎকার ভবন রয়েছে একটি। এছাড়া বিভিন্ন আয়তনের ৯৮টি আবাসিক কোয়ার্টার ইউনিট রয়েছে। ৩৮৪ কারারক্ষী থাকার জন্য রয়েছে ব্যারাক।

বিজ্ঞাপন

৪০০ কেভিএ সম্পন্ন একটি জেনারেটর রয়েছে। গোডাউন রয়েছে তিনটি। সাবস্টেশন ভবন একটি। অবজারভেশন টাওয়ার চারটি, ২ সেন্ট্রি বক্স ও একটি মসজিদও রয়েছে নতুন কেন্দ্রীয় কারাগারে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission